এই নাও বিষাদ

এই নাও বিষাদ—
এই নাও নীরব সন্ধ্যাবেলা;
এই নাও নতমুখ, এই নাও ভুলে থাকা!

এই নাও তোমার হঠাৎ আসা চোখের জল—
আজলাভরা ঝিকিমিকি হাসি;
‘এখুনি বলো!’—রাতদুপুরে ব্যস্ত টেলিফোন!

এই নাও ছুটে ছুটে উদ্দাম যাওয়া-আসা;
দীর্ঘ দুপুর, কথার স্রোতধারা, নিবিড় উচ্ছ্বাস—
রিকশায় ঘনঘোর সন্ধ্যা—থরো থরো সকল চুম্বন!

এই নাও একটানা হেঁটে চলা; আলোজ্বলা চোখ—
এই নাও দীর্ঘশ্বাস, যাবতীয় অবহেলা;
এই নাও অপেক্ষারত তোমার সেই উন্মুখ গ্রীবা!

এই নাও নির্ঘুম দীর্ঘরাত—বুকের নিভৃত দ্রিমিকি দ্রিমিকি—
এই নাও তোমাকে হারিয়ে ফেলবার অসম্ভব সম্ভাবনা;
যাবতীয় অকারণ-তুচ্ছ ঝগড়া, মুহূর্তে সন্ধির অপরূপ মাধুর্য!

না ফুরনো সমস্ত কথা মিশে যাক অন্ধকারে—
কেঁদেও পাবে না তাকে, জীবনের অজস্র কলস্বরে।

Leave a Reply

Your email address will not be published.