মাহবুব আজীজ প্রসঙ্গে

মাহবুব আজীজের জন্ম ৩ মার্চ, ১৯৭৩। ময়মনসিংহের কেওয়াটখালীতে। বাবার বদলির চাকরির সুবাদে বর্ণাঢ্য শৈশব কাটে দেশের নানা অঞ্চলে। ময়মনসিংহ জিলা স্কুল, আনন্দমোহন কলেজের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। জার্মানির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

ছাত্রজীবন কাজ করেছেন পত্রিকার প্রদায়ক ও বেসরকারি সাহায্য সংস্থা মাঠ পর্য়ায়ের কর্মী হিসেবে। ঘুরেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। বিচিত্র শ্রেশী ও পেশার সংস্পর্শে এসেছেন। তিনি পেশাদার সাংবাদিক।

বর্তমানে দৈনিক সমকালের ফিচার সম্পাদক।

শিল্প-সাহিত্যের বিভিন্ন মাধ্যমে কাজ করেন। কবিতা ও কথাসাহিত্যে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। টেলিভিশন ও মঞ্চের জন্য নাটক রচনা করেছেন; নির্মাণ করেছেন টেলিভিশন চলচ্চিত্র।

মাহবুব আজীজের প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়টি- তিনটি উপন্যাস, দু’টি গল্পগ্রন্থ, তিনটি কাব্যগ্রন্থ এবং একটি জর্নাল।

লেখকের প্রকাশিত গ্রন্থ :

উপন্যাস : মন্দ্রজাল, পুতুলবাজি, পলায়নপর্ব
ছোটগল্প : ঘোর অথবা অনন্ত তৃষার গল্প, দাহ
জর্নাল : ঘাসে ঘাসে পা ফেলেছি
কবিতা : ঠিক সন্ধ্যার আগে, নিঃসঙ্গতার মতো একা, এই নাও বিষাদ।

পুরস্কার : সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার [২০১৫]